Breaking News

রাজধানীর গুলশানে ১১দিনব্যাপী ভারতীয় ভিসা মেলা শুরু

ঢাকা ডেস্ক: রাজধানীর গুলশানে ১১দিনব্যাপী ভারতীয় ভিসা মেলা শুরু হয়েছে। বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে এ মেলার আয়োজন করেছে ভারতীয় দূতাবাস। শুধুমাত্র যারা ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে যেতে চান তাদের কাছ থেকে সরাসরি আবেদন সংগ্রহ করা হচ্ছে। শনিবার সকাল থেকে ভারতীয় দূতাবাসের বাইরে লম্বা লাইন ধরে ভিসা প্রার্থীরা আবেদনপত্র জমা দিচ্ছেন।

জানা গেছে, দূতাবাস কর্তৃপক্ষ আবেদনকারীদের কাছ থেকে শুধুমাত্র ৬শ’ টাকা ভিসা ফি সংগ্রহ করছেন। অতিরিক্ত কোনো ফি নেওয়া হচ্ছে না। পরিবারের পক্ষে (স্ত্রী, ছেলে ও মেয়ে) একজন পাসপোর্ট নিয়ে সবার আবেদনপত্র জমা দিতে পারছেন। তবে পাসপোর্টের মেয়াদ ছয় মাস থাকতে হবে। ভারতীয় দূতাবাস সূত্রে জানা যায়, মেলা চলাকালীন প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার ভিসা প্রদান করা হবে। ভিসা প্রক্রিয়া সহজতর করার অংশ হিসেবে এ ভিসা মেলার আয়োজন করা হয়েছে।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *