জাপানের একটি প্রতিনিধিদল যৌথ অর্থনৈতিক প্রকল্প চালুর সম্ভাবনা যাচাই করে দেখতে জাপানের দাবী করা রুশ নিয়ন্ত্রিত একটি দ্বীপে পৌঁছেছে। সত্তর জনের মত সরকারি ও ব্যবসায়ী কর্মকর্তাদের বহন করা একটি জাহাজ আজ জাপানের উত্তরের নেমুরো থেকে যাত্রা করে চারটি বিতর্কিত দ্বীপের একটি কুনাশিরিতে পৌঁছায়। প্রধানমন্ত্রী শিনযো আবের বিশেষ উপদেষ্টা এই-ইচি হাসেগাওয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পাঁচদিনের সফরে প্রতিনিধিদল কুনাশিরি এবং প্রতিবেশী দ্বীপ এতোরোফু ও অন্যান্য জায়গায় মাছের কারখানা, হোটেল, হাসপাতাল ও অন্যান্য স্থাপনা পরিদর্শনের পরিকল্পনা করছে।
গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শিনযো আবে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে দ্বীপগুলোতে যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর ধারণা নিয়ে মতৈক্য প্রতিষ্ঠিত হয়। এক স্বাগত অনুষ্ঠানে মি: হাসেগাওয়া বলেছেন যে তিনি আশা করছেন যৌথ অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধুত্ব গভীর করে তুলবে এবং শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি স্বাক্ষরের দিকে দুই দেশকে তা নিয়ে যাবে।
ভূখণ্ডগত বিরোধ দেশ দুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করা থেকে বিরত রাখছে। দ্বীপগুলো যে দেশের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেগুলো যে অবৈধভাবে দখল করে নেয়া হয়, জাপান সরকার সেই অবস্থান বজায় রেখে চলেছে।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড বাংলা