রোহিঙ্গা সমস্যা সমাধানে সংকটের অবসানের জন্য আরও সময় ও সুযোগ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন মিয়ানমার সরকার। সোমবার সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজের নিরাপত্তা ফোরাম ‘দি ফুলারটন ফোরাম’ আয়োজিত এক নিরাপত্তা সভায় এ অনুরোধ জানান মিয়ানমারের উপ-প্রতিরক্ষা প্রধান রিয়ার অ্যাডমিরাল মিন্ত নিউই।
মিন্ত নিউই, রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে ক্রমাগত যে উদ্বেগ তৈরি হয়েছে তার ব্যাপারে আমরা সম্পূর্ণ সজাগ রয়েছি। সেখানে যারা দুষ্কৃতি করবে তাদের শাস্তি দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি বলেন, ‘নিরপরাধ বেসামরিক জনগণের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি কখনই ক্ষমা করবে না। এছাড়াও সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইয়াঙ্গুন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গা সমস্যার ‘দীর্ঘস্থায়ী সমাধান’ খোঁজার ওপর নজর দেওয়া উচিত বলেও জানান মিন্ত নিউই।