লিবিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। প্রায় শতভাগ ভোটে এ সিদ্ধান্তের পক্ষে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। ইতোমধ্যে জাতিসংঘের সহযোগী সংস্থা Prohibition of Chemical Weapons (OPCW) এর উদ্যোগে দেশটি ওই অভিযানে দুটো জাহাজ পাঠিয়েছে। শনিবার এ খবর জানিয়েছে জিনহুয়া নিউজ এজেন্সি। ডেনমার্কের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসচিয়ান জেনসেন এক বিবৃতিতে বলেন, ‘আমরা লিবিয়া থেকে রাসায়নিক অস্ত্র সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। নাহলে সেগুলো ভুল হাতে পড়তে পারে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘তবে আমরা বিশ্বাস করি এখনও তেমন হুমকির কোনো আশঙ্কা নেই এবং নিরাপত্তার খাতিরেই আমরা এ অভিযানে অংশ নিচ্ছি।’ এ অভিযানে ব্যয় ধরা হয়েছে ১২ মিলিয়ন ক্রোনা (ডেনমার্কে মুদ্রা)। দুটি জাহাজের মধ্যে একটি পরিবহন জাহাজ এবং একটি যুদ্ধ জাহাজ রয়েছে যার মধ্যে রয়েছে ২’শ জন কর্মী। উল্লেখ্য, জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ লিবিয়া থেকে রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর কাছে আহ্বান জানায়।