Breaking News

শপথ নিলেন উপ-নির্বাচনে বিজয়ী দুই এমপি

দশম জাতীয় সংসদের ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ ও ২৯ গাইবান্ধা-১ আসনে উপ-নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং শামীম হায়দার পাটোয়ারী অনুষ্ঠানভাবে শপথ নিয়েছেন।

বুধবার (২১ মার্চ) সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নব-নির্বাচিত সংসদ-সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, সংসদ সদস্য ফখরুল ইমাম, মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-হাসনা লিলি চৌধুরী এবং জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম মমতাজ।

গত ১৩ মার্চ ওই দু’টি আসনে ভোট গ্রহণ হয়। গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীক নিয়ে ৭৮ হাজার ৯২৬ ভোট এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক ছাত্রনেতা বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীক নিয়ে ৮১ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হলে ২০১৭ সালের ২২ মার্চ প্রথম দফা উপ-নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের ১৯ ডিসেম্বর তিনি এক সড়ক দুর্ঘটনায় মারা গেলে আবারও আসনটি শূন্য হয়।

অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনটি শূন্য হয়।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *