Breaking News

শেষ চারে মুখোমুখি রিয়াল-আতলেতিকো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে মুখোমুখি হবে গতবারের ফাইনালের দুই দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ। শেষ চারের অন্য ম্যাচে ফ্রান্সের ক্লাব মোনাকোর বিপক্ষে খেলবে সেরি আ চ্যাম্পিয়ন ইউভেন্তুস।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।

সেমি-ফাইনালের প্রথম লেগ হবে ২ ও ৩ মে। ফিরতি লেগ হবে তার পরের সপ্তাহে। আগামী ৩ জুন কার্ডিফে হবে এবারের ফাইনাল। গত মৌসুমের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল জিনেদিন জিদানের দল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখার কীর্তি গড়ার হাতছানি এখন রিয়ালের সামনে। ২০১৩-১৪ আসরের ফাইনালেও রিয়ালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দিয়েগো সিমেওনের দল আতলেতিকোর। পরের আসরে কোয়ার্টার-ফাইনালে রিয়ালের কাছে হেরে বিদায় নেয় আতলেতিকো।

টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদের দুই দল।

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *