Breaking News

সাবেক সচিব রণজিৎ বিশ্বাস আর নেই

সাবেক সচিব ও কলাম লেখক রণজিৎ বিশ্বাস (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে বুধবার রাতে ঢাকা থেকে রণজিৎ বিশ্বাস চট্টগ্রামে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি অসুস্থ বোধ করলে সার্কিট হাউজে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৯৫৬ সালের ১লা মে জন্মগ্রহণ করেন রণিজিৎ বিশ্বাস। তার পিতা অপর্ণাচরণ বিশ্বাস ছিলেন স্কুলশিক্ষক। ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানকারী ড. রণজিৎ কুমার বিশ্বাস। বর্তমান সরকারের আমলে সচিব ও সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান তিনি। সর্বশেষ তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সাল থেকে লেখালেখির জগতে আসেন। মুক্তিযুদ্ধ, মানুষ ও মানবতা নিয়ে জাতীয় ও চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন তিনি। চট্টগ্রামের একটি স্থানীয় দৈনিকে ক্রিকেট বিষয়ক প্রতিবেদনও লিখতেন রণজিৎ বিশ্বাস। তার লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- অসঙ্কোচ প্রকাশ, ব্যবহারিক বাঙলায় ভ্রমকণ্টক, অসবর্ণ, চার কোনে চারজন, শুদ্ধ বলা শুদ্ধ লেখা ও গৌরব আমার গ্লানি আমার।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *