তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে ইসলামিক স্টেটকে (আইএস) সমূলে উৎপাটন করার অভিযানে জারাবলুস লক্ষ্য করে ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছে তুর্কি বাহিনী। মঙ্গলবার বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, জারাবলুসে স্থল অভিযান চালানোর জন্য সীমান্তের এপারে গাজিয়ানতেপ শহরে তুরস্ক সমর্থিত সিরিয় বিদ্রোহীদের আরও প্রায় দেড় হাজার যোদ্ধা জড়ো হয়েছে। যেকোনো সময়ে তারা জারাবলুসে অভিযান শুরু করবে।
জারাবলুসের আশেপাশের অঞ্চল সিরিয় কুর্দি বাহিনীর (ওয়াইপিজি) দখলে। তুরস্ক সরকার ওয়াইপিজি কে তুরস্কের বিদ্রোহী দল কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বর্ধিত অংশ বলে মনে করে। আইএস-র বিরুদ্ধে তুরস্ক-সমর্থিত বাহিনীর অভিযানের সুযোগে ওয়াইপিজি যোদ্ধারা যেন জারাবলুস শহরটির দখল নিতে না পারে তাই তাদের লক্ষ্য করেও গোলাবর্ষণ করেছে তুর্কি বাহিনী।
শনিবার গাজিয়ানতেপ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত হয়, যাদের ২২ জনই ১৪ বছরের কম বয়সী শিশু। তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের দাবি, আইএস ওই হামলা চালিয়েছে। যদিও এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলার পর সীমান্ত এলাকা থেকে আইএসকে ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করার প্রতিজ্ঞা করে তুরস্ক।