——————————————
বদরুল বোরহান
——————————————
মেঘে মেঘে গড়িয়ে বেলা
অনেক হলো যেই,
চমকে দেখি হঠাৎ আমার
কিশোর বেলা নেই।
কোথায় গেলো কিশোর বেলা?
হারিয়ে ফেলি খেই,
হাঁতড়ে খুঁজি বুকের জমিন
কিশোর বেলাকেই।
হেথায় খুঁজি, হোথায় খুঁজি
কোত্থাও তো নেই,
সবটুকু সুখ লুকিয়ে আছে
কিশোর বেলাতেই।
কেউ যদি দেয় ফিরিয়ে আমার
কিশোর বেলাকেই,
বিনিময়ে আমার সকল
তাকেই দিয়ে দেই।
**********************