জাপান সরকার জানিয়েছে যে শক্তিশালী গাড়ি রপ্তানি এবং আমাদানিকৃত জ্বালানির মূল্য হ্রাস পাওয়ার মাঝে পূর্ববর্তী বছরের তুলনায় মে মাসে দেশের বাণিজ্য ঘাটতি হ্রাস পেয়েছে। অর্থ মন্ত্রণালয় জানায় যে আমদানির পরিমাণ রপ্তানিকে ১ লক্ষ ৩৭ হাজার কোটি ইয়েন বা প্রায় ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে।এক বছর আগের তুলনায় বাণিজ্য ঘাটতির পরিমাণ ৪২ শতাংশ হ্রাস পেয়েছে।টানা ২২ মাস ধরে এই ঘাটতি চলছে।মূল্য মানের দিক থেকে রপ্তানি বৃদ্ধি পেলেও এক বছর আগের চেয়ে ইয়েনের হিসাবে বৃদ্ধির পরিমাণ হল মাত্র ০.৬ শতাংশ।সেমিকণ্ডাকটর সরবরাহ চক্রে প্রতিবন্ধকতা সহজ হয়ে আসায় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি বৃদ্ধি পেয়েছে।তবে চীনে চালানের পরিমাণ হ্রাস পাওয়ায় সার্বিক চালানের পরিমাণ কমে গেছে।জ্বালানির মূল্য কমে যাওয়ায় আমদানির পরিমাণ ৯.৯ শতাংশ হ্রাস পেয়েছে। অপরিশোধিত তেলের মূল্য ২১.৭ শতাংশ হ্রাস পেয়েছে, অন্যদিকে কয়লা এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যে ৩০ শতাংশের বেশি পতন ঘটেছে।
সূত্র: qna
ছবি সূত্র: qna