জাপানের নারিতা বিমানবন্দর বলছে জাপানে আগত ক্রমশ বেশি সংখ্যক ভ্রমণকারীর অভিজ্ঞতা উন্নত করে নেয়ার চেষ্টা বিমানবন্দর করছে। বৃহস্পতিবার তারা চারটি ভাষার একটি অনলাইন স্বাস্থ্য পরামর্শ সেবা চালু করে।দ্বিতীয় টার্মিনালে অর্থ পরিশোধের বিনিময়ে ইংরেজি, চীনা, ভিয়েতনামী ও ইন্দোনেশীয় ভাষায় সেই সেবা পাওয়া যায়।ব্যবহারকারীরা রক্তচাপ, তাপমাত্রা, ও অন্যান্য গুরুত্বপূর্ণ চিহ্ন পরীক্ষা করে দেখতে সক্ষম একজন নার্সের কাছে তাদের উপসর্গের বর্ণনা দিয়ে সেবা পেতে শুরু করেন।এরপর তাদের একটি যন্ত্রের সাহায্যে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করিয়ে দেয়া হয়। সংবাদ মাধ্যমের জন্য দেখানো প্রদর্শনীতে একজন চিকিৎসক পেসক্রিপশন ছাড়া বিক্রি হওয়া কিছু ওষুধ সেবন করতে বলেছেন এবং কাছের একটি ক্লিনিকে যাওয়ার সুপারিশ করেছেন। ভ্রমণকারীর সংখ্যা কমে যাওয়ায় ভ্রমণকারীদের সংখ্যা কমে যাওয়ায় দুই নম্বর টার্মিনালে বন্ধ হয়ে যাওয়া একটি ক্লিনিকের বদলে এই সেবা প্রদানের ব্যবস্থা নারিতার কর্মকর্তারা করেছেন।
সূত্র: japantimes
ছবি সূত্র: japantimes