শনিবার টোকিও এবং আশেপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া সংস্থা পূর্ব জাপানে ভূমিধস এবং নদীগুলির বন্যার ঝুঁকি বাড়ার সতর্কবার্তা দিয়েছিল। এক ব্যক্তির মৃত্যু এবং অন্য তিনজন নিখোঁজ হওয়ার পরে দেশের অন্যান্য অংশে উদ্বাসন জারি করা হয়েছিল। দেশের দক্ষিণ দিক দিয়ে যাওয়া গ্রীষ্মমন্ডলীয় ঝড় মাওয়ার থেকে উষ্ণ এবং আর্দ্র বায়ু প্রবাহিত হওয়ার কারণে এবং জাপানের প্রধান দ্বীপ হোনশুর কাছে বৃষ্টিপাতের কারণে আবহাওয়ার তীব্র পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ঝড়টি হোনশু থেকে পূর্ব দিকে সরে যাওয়ার পরে একটি অতিরিক্ত ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। সেন্ট্রাল জাপান রেলওয়ে বৃষ্টির কারণে স্থগিত হওয়ার পর দুপুরের দিকে টোকিও এবং ওসাকার মধ্যে সমস্ত বুলেট ট্রেন পরিষেবা পুনরায় চালু করে৷ সংস্থাটি শুক্রবার টোকিও, নাগোয়া এবং শিন-ওসাকা স্টেশনগুলিতে আটকা পড়া যাত্রীদের জন্য ট্রেনগুলি চালু করেছে। প্রায় 5,300 জন মানুষ গাড়িতে রাত কাটিয়েছেন বলে জানায় সংস্থাটি।আইচি প্রিফেকচারের তোয়োহাশি শহর ,বাসিন্দাদের জন্য সবচেয়ে গুরুতর বন্যা সতর্কতা জারি করেছেন এবং তাদের নিরাপদ স্থলে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।শুক্রবার রাতে তোয়োহাশিতে , প্লাবিত মাঠে এক গাড়ির ভেতর থেকে একটি মৃতদেহ পাওয়া যায়। পুলিশ বলেছে যে গাড়িটি প্রায় সম্পূর্ণ নিমজ্জিত ছিল। অন্তত 2 মিলিয়ন মানুষকে সাময়িকভাবে গিফু, শিজুওকা, আইচি এবং মি প্রিফেকচার থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত পশ্চিম ও কেন্দ্রীয় প্রিফেকচারে একের পর এক বজ্রপাত লক্ষ্য করা গেছে, যার ফলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
সূত্র : japantimes
ছবি সূত্র: arabnews