Breaking News

সাইতামা বাংলা সোসাইটির নতুন কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি ঃ
সাইতামা সোসাইটি বিগত ২২ সেপ্টেম্বর, ৬ অক্টোবর এবং ২২ ডিসেম্বর ২০১৯ইং তারিখের মিটিংয়ে সংগঠকদের পারষ্পরিক আলোচনা, সমালোচনা এবং মতামতের ভিত্তিতে আগামী দুই বৎসরের জন্য নিন্মোক্ত সংগঠকদের প্রতি সংগঠন পরিচালনার দায়িত্বভার অর্পন করেন ।

যা নিন্মরুপঃ

উপদেষ্টা পরিষদঃ

এক) ওয়েল পেইন্টার জনাব নুরুল হক-রহমান ।

দুই) নৌ-প্রকৌশলী জনাব তাপস বড়ুয়া ।

তিন) আইটি ইঞ্জিনিয়ার শ্রী অঞ্জন কুমার দাস ।

চার) মহিউদ্দিন মজুমদার-মাসুম ।

অনারারী উপদেষ্টাঃ

রবীন্দ্র গবেষক, প্রাবন্ধিক, এবং গল্প ও ছড়াকার জনাব প্রবীর বিকাশ সরকার ।

কার্যকরী পরিষদঃ

সভাপতিঃ মোঃ মাজহারুল কবীর-বাসেল ।

সহ সভাপতিঃ এক) মোঃ ইকবাল হোসেন ।

দুই) মোঃ নজরুল ইসলাম ।

তিন) মোঃ কাউছার হোসেন-আক্কাস ।

চার) আবু বকর সিদ্দিক-কার্জন ।

পাঁচ) মোঃ তারিকুল হক ।

ছয়) মোঃ জয়নুল আবেদিন ।

সাত) মোঃ মমিনুল ইসলাম ।

আট) তোফাজ্জল হোসেন-রিপন ।

নয়) মোঃ হুমায়ুন কবীর ।

সাধারন সম্পাদকঃ মোঃ নাছির উদ্দিন ।

সহ সাধারন সম্পাদকঃ সজ্ঞয় দেব ।

সাংগঠনিক সম্পাদকঃ

এক) মোঃ মনির হোসাইন ।

দুই) মুন্সী ইফতেখারুল ইসলাম ।

তিন) মোঃ হাইয়ুল ইসলাম ।

চার) আবদুল্লাহ আল মামুন-জয় ।

পাঁচ) মোঃ দেলোয়ার হোসেন ।

সহ সাংগঠনিক সম্পাদকঃ মাকসুদুল কবীর-ফয়সাল ।

কোষাধ্যক্ষঃ মোস্তাফিজুর রহমান-রাজীব ।

আপ্যায়ন সম্পাদকঃ রওনক ।

ক্রীড়া সম্পাদকঃ রাসেল ।

মহিলা বিষয়ক সম্পাদকঃ ছন্দা বড়ুয়া ।

প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ তাহিদুল ইসলাম শামীম ।

সমাজকল্যান এবং কর্মবিষয়ক সম্পাদকঃ আল মামুন-জয় ।

সাংস্কৃতিক সম্পাদকঃ শেখ ফয়সাল ।

ইভেন্ট সম্পাদকঃ ফজলে রাব্বী খান ।

অফিস সম্পাদকঃ আলমগীর হোসেন ।

কার্যকরী কমিটির সদস্যবৃন্দঃ

কাজী জাফর, মোকার্রম হোসেন-দুলু, রুমেল, ননী গোপাল, মোঃ আনোয়ার হোসেন, জাহাঙ্গীর, অলি, মিজান, সাইফুল্লাহ, আমিনুল, সোহেল ।

 

প্রচারে.

তাহিদুল ইসলাম-শামীম ।

প্রচার ও প্রকাশনা সম্পাদক,

সাইতামা বাংলা সোসাইটি, ওয়ারাবী,জাপান ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

About admin

Check Also

কিউশুতে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দুর্যোগের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে

 জাপানের কিউশুতে বুধবার প্রচণ্ড বৃষ্টিপাত আবারও আঘাত হানছে। অব্যাহত বৃষ্টিপাত ভূমির উপরিভাগ আলগা করে দেয়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *