গেল ২০১৯/১১/২৩ তারিখ গ্রেটার খুলনা কমিউনিটি (জিকেসিজে) জাপান এর অনুষ্ঠিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় জিকেসিজে এর কার্যনির্বাহী পরিষদ এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ২০১৯/১১/২৩ তারিখ টোকিও এর ওজিমা শহরের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত সাধারণ সভাতে উপস্থিত ২৬ জন সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটির সুপার ফাইভ সদস্য অর্থাৎ সভাপতি, প্রথম সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। নব নির্বাচিত সুপার ফাইভ আগামী দুই বছরের জন্য ২০১৯/১১/২৪ তারিখে ২৩ সদস্যবিশিষ্ঠ্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করেন। আপনাদের সূচিত করার লক্ষে উক্ত কার্যকরী পরিষদের তালিকাটি সংযুক্ত করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জিকেসিজে।
বরাবরের মতো জাপান প্রবাসী বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের এর পাশে থেকে আপনারা জাপান প্রবাসীদের মাঝে বৃহত্তর খুলনা অঞ্চলের সাংস্কৃতিক এবং সামাজিক কর্মকাণ্ডের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করেছেন নতুন কমিটির সদস্যবৃন্দ। উল্লেখ্য গ্রেটার খুলনা কমিউনিটি জাপান আগামী ৮ ডিসেম্বর ২০১৯ রোববার দ্বিতীয় নবান্ন উৎসবের আয়োজন করতে যাচ্ছে মহাসমারোহে।