জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আগামী মাসে লিথুয়ানিয়া, বেলজিয়াম এবং মধ্যপ্রাচ্যের তিনটি দেশ সফর করবেন।কিশিদা মঙ্গলবার ঘোষণা করেন যে, জুলাই মাসের ১১ থেকে ১৪ তারিখ পর্যন্ত তিনি ইউরোপ সফর করবেন। তিনি এও বলেন, তিনি লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেবেন এবং বেলজিয়ামে ইইউ’র নেতাদের সাথে বৈঠক করবেন।প্রধানমন্ত্রী এও প্রকাশ করেন যে, তিনি জুলাই মাসের ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন। তিনি বলেন, তিনি জাপানের শিল্প এবং অর্থনীতির জন্য জ্বালানি সম্পদ ও উপকরণের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যবহার করবেন।জটিল বৈশ্বিক পরিস্থিতির মাঝে কিশিদা মধ্যপ্রাচ্যে জাপানের কর্মকাণ্ড জোরদার করার প্রতিশ্রুতি দেন। তিনি এও বলেন, তিনি একটি ব্যবসায়িক প্রতিনিধি দলকে তার সাথে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন যেটি এই অঞ্চলের কার্বন নিরপেক্ষতা অর্জনের প্রচেষ্টায় কারিগরি সহযোগিতা প্রদানের প্রস্তাব দেবে।
সূত্র: nippon
ছবি সূত্র: nippon