জাপান সরকার সম্ভবত পরবর্তী প্রজন্মের পরমাণু চুল্লি নির্মাণে মুখ্য ভূমিকা পালনের জন্য মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজকে বেছে নিতে পারে।নিম্ন মাত্রার কার্বন সমাজ গড়ে তোলার লক্ষ্য অর্জন এবং জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করে নিতে সরকার পরমাণু শক্তি কাজে লাগাতে চাইছে।সরকার যেসব পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ভেঙে ফেলা হবে, সেগুলোর অবস্থানের জায়গায় অগ্রসর চুল্লি উন্নয়ন ও তৈরি করে নেয়ার পরিকল্পনা সরকার করছে।সূত্রসমূহ এনএইচকে’কে জানায় যে উচ্চ তাপমাত্রার গ্যাস ব্যবহার করে শীতল করে নেয়া এইচটিজিআর চুল্লি এবং তথাকথিত ফাস্ট ব্রিডার চুল্লির মৌলিক নকশা প্রণয়ন ও নির্মাণের জন্য শিল্প মন্ত্রণালয় মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজকে বেছে নেবে। এইচটিজিআর চুল্লিতে শীতলীকরণের উপাদান হিসাবে হিলিয়াম ব্যবহার করা হয় এবং বলা হয় যে এই চুল্লি আরও বেশি দক্ষতার সাথে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এসব চুল্লি একই সাথে হাইড্রোজেন তৈরি করতে পারে, যা হচ্ছে কার্বন মুক্ত একটি জ্বালানি।ফাস্ট ব্রিডার চুল্লি থেকে উচ্চ মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য সনাতন চুল্লির চাইতে কম পরিমাণে নির্গত হয় বলে বলা হয়।সরকারের নির্ধারিত সময়সূচী অনুযায়ী প্রথম এইচটিজিআর চুল্লি ২০৩০এর দশকে পরীক্ষামূলক ভিত্তিতে কাজ শুরু করবে। ফাস্ট ব্রিডার চুল্লি পরবর্তী দশকে সেই পথ অনুসরণ করবে।
সূত্র: japantimes
ছবি সূত্র: japantimes