Breaking News

শান্তিতে নোবেল পাচ্ছেন ইরাকের নাদিয়া মুরাদ ও কঙ্গোর ডাঃ ডেনি মুকওয়েগে৷

শান্তিতে নোবেল পাচ্ছেন ইরাকের নাদিয়া মুরাদ ও কঙ্গোর ডাঃ ডেনি মুকওয়েগে৷ আইএস এর হাতে ধর্ষণসহ যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন মুরাদ৷ আর গণধর্ষণের শিকার নারীদের চিকিৎসা দিয়ে হুমকির মুখে দেশ ছাড়তে হয়েছিল মুকওয়েগেকে৷ শুক্রবার নরওয়ের নোবেল ইনস্টিটিউটে কঙ্গোর চিকিৎসক ডেনি মুকওয়েগে ও কুর্দি মানবাধিকারকর্মী নাদিয়া মুরাদকে ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী ঘোষণা করা হয়৷ যুদ্ধকালীন সময়ে যৌন সহিংসতা প্রতিরোধে স্মরণীয় অবদানের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে৷

পেশায় মুকওয়েগে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ৷ যিনি যুদ্ধে ধর্ষিত মহিলাদের চিকিৎসার জন্য বুকাভু শহরে একটি হাসপাতাল গড়ে তোলেন৷

২০১৬ সালের সেপ্টেম্বরে নাদিয়াকে মানবপাচারের শিকারদের মর্যাদা আদায়ের জন্য গড়া সংস্থার বিশেষ দূত ঘোষণা করে জাতিসংঘ৷ ২৫ বছর বয়সি ইয়াজিদি তরুণী নাদিয়া মুরাদ আইএস এর হাতে ধর্ষণসহ যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন৷ শান্তিতে নোবেল পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি তিনি৷ এর আগে, পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই ১৭ বয়সে শান্তিতে নোবেল পান৷

শিল্পপতি ও অস্ত্রনির্মাতা আলফ্রেড নোবেলের ইচ্ছায় দেয়া শুরু হয় এই পুরস্কার৷ নয় মিলিয়ন সুইডিশ ক্রোনার মূল্যের শান্তি পুরস্কারের জন্য এবার মোট ২১৬ জন ব্যক্তি ও ১১৫টি প্রতিষ্ঠান মনোনীত হয়েছিল৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এই ‘মহৎ বিজয়ীদ্বয়’ কে অভিনন্দন জানান এবং জার্মান সরকারের পক্ষ থেকে বিজয়ীদের সম্মান জানিয়ে তাঁর মুখপাত্র, স্টেফেন সাইবার্ট বলেন, যে মুকওয়েজি এবং নাদিয়া ‘ক্রন্দনরত মানবতার প্রতীক’৷

সূত্রঃ এসএস/এসিবি (এপি,রয়টার্স)

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *