জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা হয়েছে। প্রায় ছয় মাস তিনি সেখানে অবস্থান করবেন।
ক্রু ড্রাগন মহাকাশ যান উৎক্ষেপণের নির্ধারিত তারিখ যুক্তরাষ্ট্রের মহাকাশ এজেন্সি নাসা বুধবার ঘোষণা করেছে। ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্রে যাত্রা শুরু হবে মিশনে যোগ দিতে যাওয়া অন্য তিনজন ক্রু সদস্য যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়া থেকে আসবেন।৫৯ বছর বয়সী জাপানি নভোচারী ২০১১ সালে রাশিয়ার সোইয়ুজ মহাকাশ যানের আরোহী হয়ে প্রথমবারের মত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন।
সূত্র: japantimes
ছবি সূত্র: japantimes