জাপানের আত্মরক্ষা বাহিনীর প্রার্থী সদস্য যিনি গুলি ছোড়ার প্রশিক্ষণ চলাকালে তিনজন সদস্যকে গুলি করেছেন, প্রায় ৩০ রাউন্ড বুলেট তাকে দেয়া হয়েছিল বলে খবরে জানা গেছে।১৮ বছর বয়সী সেই শিক্ষানবিশ জুন মাসের ১৪ তারিখ গিফু শহরের গুলি চালানোর প্রশিক্ষণ স্থানে তার আত্মরক্ষা বাহিনীর প্রশিক্ষককে গুলি করে হত্যা করেন।৫২ বছর বয়সী কিকুমাৎসু ইয়াসুচিকা এবং ২৫ বছর বয়সী ইয়াশিরো কোসুকে মারা যান। ২৫ বছর বয়সী অপর একজন প্রশিক্ষক গুরুতর ভাবে আহত হয়েছেন, যে চিকিৎসা করতে প্রায় তিন মাস সময় লাগবে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন যে একাধিক ম্যাগাজিন বা রাইফেলে কার্তুজ রাখার নির্ধারিত স্থানে গুলি ভরার সময় সেই শিক্ষনবিশ অনুমতি ছাড়াই একটি রাইফেলে গুলি ভরে নিয়েছিলেন।কর্মকর্তা বলেন যে প্রথমে সেই শিক্ষানবিশ ইয়াশিরোকে লক্ষ্য করে গুলি চালান এবং পরে অন্য দুই সদস্যের উপর গুলি বর্ষণ করেন।সূত্র সমূহ বলছে যে সন্দেহভাজন ব্যক্তি তদন্তকারীদের জানিয়েছেন যে তিনি রাইফেল এবং গোলাবারুদ নিজের জন্য রাখতে চেয়েছিলেন এবং যারাই তার জন্য বাধার সৃষ্টি করছিল তাদের উপরেই তিনি গুলি বর্ষণ করেন।চারজন প্রশিক্ষণার্থী ইয়াশিরোর সাথে কাজ করছিলেন, যিনি ছিলেন সেই সময়ে একমাত্র প্রশিক্ষক। নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুতর কোন ত্রুটি হয়েছে কিনা আত্মরক্ষা বাহিনী তা খতিয়ে দেখছে।
সূত্র: japantime
ছবি সূত্র: japantime