সাজ্জাদ পলাশ একজন জনপ্রিয় বাংলাদেশি গায়ক। তিনি বাংলাদেশের বিনোদন জগতে পলাশ নামে পরিচিত।প্রায় নব্বইয়ের দশক থেকে তিনি সংগীত ও চলচ্চিত্র জগতে অনেক গান উপহার দিয়ে আসছেন।নিহন বাংলা প্রোডাকশন এর ব্যনারে পলাশের গান “ছায়া” প্রকাশ পেয়েছে ইউটিউব , আইটিউনস , স্পটিফাই সহ বিভিন্ন অনলাইন প্লেটফরমে।গীতিকার গোলাম মাসুম জিকোর কথায় এবং সংগীত পরিচালনায় মনি জামানের সুরে পলাশের নতুন গানটি ইতি মধ্যে দর্শক সমাজে প্রশংসা পেয়েছে।ব্যবস্থাপনায় ছিলেন মো: শহীদ। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন মো: নাঈম ইমরান শিকদার।গানটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
https://www.youtube.com/watch?v=wQQGrsyDJ7Y
