ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভিলেনিউভি-লাওবেট-এ বারকিনি (সমুদ্রস্নানের জন্য বোরকার মতো পোশাক) নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি বাতিল করে দিয়েছে। আদালত তার রায়ে বলেছে, ‘এটি গুরুতর ও পরিষ্কারভাবে বেআইনি। মানুষের চলাচলের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপ। বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতায়ও হস্তক্ষেপ।’ ফ্রান্সের রাষ্ট্রীয় কাউন্সিলের তিনজন বিচারক বারকিনি নিষিদ্ধের উপর দেশটির একটি মানবাধিকার সংগঠনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন।
এই সপ্তাহে ফ্রান্সের সমুদ্র সৈকতে সশস্ত্র পুলিশের মাধ্যমে একজন মুসলিম নারীর বারকিনির উপরের অংশ জোর করে খুলে ফেলার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশটির সর্বোচ্চ আদালতে ওই আবেদনটি করা হয়। আদালতের এই সিদ্ধান্তের ফলে ফ্রান্সের ভিলেনিউভি-লাওবেট শহরে বারকিনি আবার চালু হলো। তবে অন্য যে শহরগুলোতে বারকিনি নিষিদ্ধ করা হয়েছে সেগুলোতে এই আইন প্রযোজ্য হবে না। ফ্রান্সের নিস শহরসহ আরও ১০ শহরে বারকিনি নিষিদ্ধ করা হয়েছে।