গণতন্ত্রপন্থীদের ২০১৪ সালে বিক্ষোভের পর হংকংয়ে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনসভার মোট ৭০ আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৩৫টি আসনে হবে ভোটগ্রহণ। আর বাকি ৩৫ আসন মনোনয়নের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। হংকংয়ের স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। হংকংয়ে সীমিত ও আংশিক গণতন্ত্র চালু থাকায় সব আসনে ভোটগ্রহণ হয় না। জনসংখ্যার মাত্র ৬ শতাংশের ভোটে ৩০টি আসন নির্ধারিত হয়।
অবশ্য এই ভোটের মাধ্যমে হংকংয়ের সরকার প্রধান বা প্রধান নির্বাহীকেও নির্বাচিত করার সুযোগ নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন, রোববারের নির্বাচনের মাধ্যমে চীনের মনোনীত বর্তমান নেতা সিওয়াই লিউং-এর দ্বিতীয় মেয়াদে থাকার বিষয়টা কিছুটা হলেও প্রভাব ফেলবে। হংকংয়ের জনগণ ২০১৪ সালে টানা দুইমাস লিউং এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। ফলে শহরের বিভিন্ন এলাকা অচল হয়ে পড়ে। সে সময় বিক্ষোভকারীদের সরাসরি ভোটে হংকংয়ের প্রধান নির্বাহীকে মনোনীত করার দাবি জানায়। যদিও সেই আন্দোলন সফল হয়নি।
হংকংয়ের জনসংখ্যা ৩৭ লাখ হলেও বর্তমান পদ্ধতির কারণে ৩০টি আসনে ভোট দিতে পারেন মাত্র দুই লাখ ৩৯ হাজার ৭২৪ জন মানুষ।