তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে নাসরিন সুলতানা নামে এক তরুণীর দায়ের করা মামলায় রোববার সকালে গ্রেফতার হয়েছেন এই ক্রিকেটার। রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন সেই তরুণী। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারের আটক হওয়ার ঘটনায় বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার সকাল থেকেই পুরো ঘটনা পর্যবেক্ষণে রাখছে বোর্ড। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এনিয়ে পরিবর্তন ডটকমকে যেমনটা বলছিলেন, ‘আপনাদের মতো খবরটি সকালেই শুনেছি আমি। এনিয়ে প্রাথমিক খোঁজ-খবরও নিয়েছি। যতো দুর শুনেছি এটা ওর পারিবারিক বিষয়। আরাফাত সানির প্রথম স্ত্রী এই মামলা করেছেন। যার সঙ্গে ওর এখন আর সম্পর্ক নেই। ও নাকি সাবেক স্ত্রীর কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেছিল। এটা নিয়ে ঝামেলার সূত্রপাত।’
তবে বিসিবি পুরো ঘটনায় বিব্রত। কিন্তু এখনই এ ঘটনার সঙ্গে জড়াতে চাইছে না তারা। জালাল ইউনুস জানালেন, ‘আমরা আগে পুরো ব্যাপারটা বুঝতে চাই। সবচেয়ে বড় কথা এটা ক্রিকেটের বাইরের ঘটনা। এটা ওর একান্ত ব্যাক্তিগত সমস্যা। আমরা নিজেদের মতো করে ঘটনা সম্পর্কে পরিস্কার হতে চাই। তারপরই এই মামলায় আরাফাতের সঙ্গে থাকবো কীনা আমরা বলতে পারবো।’ সত্যিকার অর্থেই সানির দোষ দেখলে বিসিবি পুরো বিষয়টা আইনের ওপর ছেড়ে দেবে। আর জাতীয় দল থেকে ছিটকে পড়া এই ক্রিকেটার চক্রান্তের শিকার হয়েছেন মনে হলে আইনজীবির মাধ্যমে ক্রিকেটারের পাশে থাকবে বোর্ড।