আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের উত্তরাঞ্চলের প্রদেশ চিয়াং রাইয়ের একটি আবাসিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ জন ছাত্রীর মৃত্যু হয়েছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ক্যাপটেন কিচোর্নসাক পংহিট জানান, রোববার রাতে ওই অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত ১২ জনের বেশি নিখোঁজ রয়েছে।
স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে বেসরকারি পিতাকিয়াটুইত্তায়া ক্রিস্চিয়ান এলিমেন্টারি স্কুলে আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করছে তদন্তকারীরা। এ সময় স্কুলের আবাসিক হোস্টেলে ৩৮ জন স্কুলছাত্রী ঘুমিয়ে ছিল। ফেসবুকে ছবি পোস্ট করে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর আগামী শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। স্কুলটিতে উপজাতি সম্প্রদায়ের লোকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়ে থাকে। স্কুলের ব্যবস্থাপক রেওয়াত ওসানা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, ‘এখানে খুব শোরগোল চলছে। আমরা মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছি। বাবা-মায়েদের কেউ এখনো মৃতদেহ শনাক্ত করেননি।’