ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন।
লোকসভা ভোটের আগে ডোকলামের মতো ঘটনার পুনরাবৃত্তিতে ফের মুখ পোড়াতে চায় না মোদি সরকার। পাশাপাশি বাণিজ্য প্রশ্নে আমেরিকা ও ইউরোপের রক্ষণশীলতায় একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে বাণিজ্যের নতুন দরজা খুলতে পারলে দিল্লির লাভ হবে।
এর আগে শুক্রবার সকালে দুই দিনের সফরে চীনে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।