ঢাকা ডেস্ক: ইন্টারনেটে ‘অনাকাঙ্ক্ষিত বিষয়’ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়ার জন্য ফেইসবুকের পাশাপাশি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও সরকারের ‘সমঝোতা’ হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার সংসদে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ফেইসবুক, গুগল ও মাইক্রোসফটের সঙ্গে বিশদ আলোচনাপূর্বক সমঝোতা হয়েছে যে, যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত বিষয়সমূহে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে তারা প্রতিকারের বিষয়ে উত্তর দেবে।”
স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নে সংসদের সামনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গুগল, মাইক্রোসফটের সঙ্গে আমাদের বিশদ আলোচনার মাধ্যমে এ সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে এর প্রতিকারের বিষয়ে উত্তর পাওয়া যাবে। তিনি আরো জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে ৩১ জন ব্যবহারকারীর ১২টি তথ্য চাওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ দশমিক ৬৭ শতাংশ তথ্য ফেসবুক কর্তৃপক্ষ সরকারকে দিয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে ফেসবুক, গুগল ও মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সহায়তায় বিটিআরসি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ডাক প্রতিমন্ত্রী। সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির এক প্রশ্নের জবাবে ডাক প্রতিমন্ত্রী বলেন, এসব ছাড়াও শিশু পর্নোগ্রাফি রোধ ও সাইবার নিরাপত্তায় মাইক্রোসফটের সঙ্গে কাজ করছে সরকার।