১২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভুত কানাডিয়ান শিশু তন্ময় বক্সী মেতে আছেন অ্যাপ ডেভেলপ নিয়ে। তন্ময়ের বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। যেখানে সে এখন আলোচিত শিশু। সে অন্য শিশুদের মতো নয়। পাঁচ বছর বয়সেই প্রথম অ্যাপ ডেভেলপ করে তন্ময়।
তন্ময় বক্সী যে অ্যাপটি তৈরি করেছে তার নাম ‘আক্সাট তন্ময়’। তার এই অ্যাপটি বিশ্বের আপ বোদ্ধাদের কাছে হয়েছে আলোচিত ও প্রশংসিত। শুধু তাই নয় এর মাধ্যমে সে এখন বিশ্বের কনিষ্ঠ অ্যাপ ডেভেলপার। বক্সীর তৈরি করা অ্যাপটি বিশ্বের প্রথম ওয়েববেসড এনএলকিউএ সিস্টেম হিসেবে বর্ণনা করা হচ্ছে। অ্যাপটি স্থান, তারিখ, ব্যক্তি বা কোনো সংস্থার যেকোনো সমস্যা সমাধান করতে সক্ষম।এখন সে তার মেধাকে সবার মাঝে ছড়িয়ে দিতে বই বের করতে চায়, যেখানে বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের অটোগ্রাফ থাকবে।