বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি বাড়াতে শ্রমবাজার সম্প্রসারণে কয়েক বছর ধরে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিদ্যমান শ্রমবাজারের বাইরে নতুন কিছু দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা হলেও তেমন সাফল্য আসেনি। এবার পূর্ব আফ্রিকার দেশ সেশেলসে শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সেশেলস সরকার বাংলাদেশের দক্ষ কর্মী নিয়োগ দিতে চায়। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে শিগগিরই সেশেলসের প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা রয়েছে। সফরে প্রতিনিধি দলটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারকও (এমওইউ) সই করবে। বর্তমানে সেশেলস দ্বীপপুঞ্জে পাঁচ হাজারের বেশি বাংলাদেশী কর্মী রয়েছেন। সেশেলসের ভাষা ইংরেজি। এ কারণে কর্মীদের ইংরেজি ভাষা জানতে হয়।
এদিকে সেশেলসের সঙ্গে হতে যাওয়া চুক্তির খসড়া চূড়ান্ত করতে গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপন্থা নির্ধারিত হয়।
এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেন, বর্তমান সরকারের দক্ষ ও সফল কূটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের জন্য নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। সেশেলস সরকারের চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি প্রেরণের পরিকল্পনা করেছে সরকার। সেখানে কর্মী পাঠানো গেলে তা বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে ভালো ভূমিকা রাখবে।
উল্লেখ্য, নতুন বাজার হিসেবে থাইল্যান্ড, ম্যাকাও, হংকং, নিউজিল্যান্ড, রাশিয়া, কানাডা, সুইডেন, অ্যাঙ্গোলা, গ্রিস, জর্ডান, ইতালি, সাইপ্রাস, অস্ট্রেলিয়া, সুদান, লাইবেরিয়া, তানজানিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, নাইজেরিয়া, বতসোয়ানা, সিয়েরা লিওন, তাইওয়ান, স্পেন, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চেক রিপাবলিক, বেলজিয়াম, জার্মানি, জাপান, দক্ষিণ আফ্রিকাসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশে শ্রমবাজার সৃষ্টির উদ্যোগ রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের। বিগত বছরগুলোয় এসব দেশে একাধিকবার সফরও করে এসেছে মন্ত্রণালয়ের গঠিত প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের দাবি, এসব দেশে বাংলাদেশের জনশক্তি রফতানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে অনেক দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। পর্যায়ক্রমে ওইসব দেশ বাংলাদেশ থেকে জনশক্তি নেবে।