Breaking News

১০২ জন ইয়াবা কারবারির আত্মসমর্পণ

দেশে প্রথমবারের মতো ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর তাদের ফুল দিয়ে বরণ করে নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মো. জাবেদ পাটোয়ারী।

শনিবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ১০২ জন ইয়াবা কারবারি আত্মসমর্পণ করেন।

এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা এবং ৩০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার দেখানো হয়।

আত্মসমর্পণকারীদের বেশ কয়েকটি শর্তজুড়ে দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদির স্ত্রী স্থানীয় সংসদ সদস্য শাহিনা আক্তারসহ সরকারদলীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দ।

তবে ইয়াবা ব্যবসায় আলোচিত নাম আবদুর রহমান বদি অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকলেও আশপাশে অবস্থান করছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

এর আগে আত্মসমর্পণ প্রক্রিয়া দেখতে সকাল ৮টা থেকে সেখানে জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। এই উৎসুক জনতার মধ্যে নারীদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।

এদিকে পুরো আত্মসমর্পণ প্রক্রিয়াকে ঘিরে গোটা এলাকায় তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তাবলয়।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *