সফল বাইপাস সার্জারির পর শারীরিক অবস্থার উন্নতি ঘটায় সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরই মধ্যে তিনি হাসপাতাল ছেড়েছেন। এসময় হাসপাতালের বহির্গমন পথে ভক্ত-সমর্থকরা জড়ো হন। তাদের ঠেলে গাড়িতে ওঠেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
শুক্রবার (৫ এপ্রিল) সিংগাপুর স্থানীয় সময় বিকেলে হাসপাতাল ছাড়েন ওবায়দুল কাদের। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও এখনই দেশে ফিরছেন না তিনি।
সিংগাপুর আওয়ামী লীগের দফতর সম্পাদক ইমান বেপারি জানান, ‘হাসপাতাল ছাড়লেও আগামী কয়েকদিন নিয়মিত চেকআপে থাকতে হবে ওবায়দুল কাদেরকে। সে কারণে তিনি আরও কয়েকদিন সিংগাপুরে থাকবেন।’ এর আগেই অবশ্য চিকিৎসকরা জানিয়েছিলেন, মধ্য এপ্রিলে দেশে ফিরতে পারবেন তিনি।
সিংগাপুরে ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পেছনের ইয়র্ক হোটেলে একটি রুম নেওয়া আছে ওবায়দুল কাদেরের জন্য। এছাড়া হাসপাতালে থেকে ১০ মিনিট দূরত্বে একটি ফ্ল্যাটও ভাড়া নেওয়া আছে। হাসপাতাল ছেড়ে এর যেকোনো একটিতে উঠবেন।
গত ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে দ্রুত এনজিওগ্রাম করা হলে তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি বড় ব্লক ধরা পড়ে। এরমধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের (রিং পরানো) মাধ্যমে দ্রুত অপসারণ করেন চিকিৎসকরা। পরদিন প্রখ্যাত হৃদরোগ সার্জন দেবী শেঠি ভারত থেকে এসে দেখেন ওবায়দুল কাদেরকে। তার পরামর্শে সেদিনই (৪ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সেকরে তাকে সিংগাপুরে নেওয়া হয়।