মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে ‘সিকিউরিটি অ্যালার্ট’ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোন তথ্য থাকলে তা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোরও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যদি কোন তথ্য থাকে কোন ঘটনা ঘটতে যাচ্ছে- তাদের (মার্কিন যুক্তরাষ্ট্র) একটা দায়িত্ব আছে, আমাদের অন্তত সে বিষয়টা জানানো। আমাদের গোয়েন্দা সংস্থাকে জানানো। যাতে আমরা তা মোকাবেলা করার ব্যবস্থা নিতে পারি।’
শুক্রবার (৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য়নির্বাহী পরিষদের সভায় শুরুতে দেয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তুলেন।
সভার শুরুতে দেয়া বক্তব্যের শেষের দিকে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ দেওয়া ‘সিকিউরিটি অ্যালার্ট’ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি এ সময় বলেন, ‘‘একটা বিষয় উল্লেখ না করেই পারছি না, হঠাৎ দেখলাম আমেরিকা (মার্কিন যুক্তরাষ্ট্র) একটা সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে। কি কারণে অ্যালার্ট দিলো সেটা কিন্তু আমাদের বলেওনি। যদিও আমি নির্দেশ দিয়েছি, খোঁজ নিতে কি কারণে অ্যালার্ট দিলো। কোন তথ্য আছে কিনা? যদি কোন তথ্য থাকে, কোন ঘটনা ঘটতে যাচ্ছে- তাদের (মার্কিন যুক্তরাষ্ট্র) একটা দায়িত্ব আছে, আমাদের অন্তত সে বিষয়টা জানানো। আমাদের গোয়েন্দা সংস্থাকে জানানো। যাতে আমরা তা মোকাবেলা করার ব্যবস্থা নিতে পারি।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘হঠাৎ আগুন লেগেছে, আগুন তো সব দেশেই লাগে। কাজেই এ অ্যালার্টটা কেন দিলো, সেটা হচ্ছে আমাদের একটা জানার বিষয়। কি কারণে তারা অ্যালার্ট দিলো। যদি কোন রকম অঘটন ঘটতে যাচ্ছে, এ রকম তথ্য থাকে-তাহলে এটা তাদের দায়িত্ব আমাদের জানানো। কারণ টেরোরিস্ট (সন্ত্রাসবাদ) একটা সমস্যা, এটা শুধু আমাদের নয়, বিশ্বব্যাপী সমস্যা। কিন্তু বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে আমরা এই জঙ্গিবাদ দমন করতে পেরেছি, সন্ত্রাস দমন করতে পেরেছি। একটা ঘটনা ঘটার পর থেকে আমরা যথেষ্ট সজাগ। আমাদের ইন্টিলিজেন্ট সব সময় সজাগ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সব সময় সতর্ক। ব্যবস্থা নিয়ে প্রত্যেকটি ঘটনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি।’’