ভারতের ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি সেই আগের অবস্থানেই আছে। বিতর্কিত রাম মন্দির প্রসঙ্গ এবারও তারা নির্বাচনী ইশতেহারে রেখেছে।
সমঝোতার মাধ্যমে অযোধ্যার রাম মন্দির ও বাবরি মসজিদ সংক্রান্ত জটিলতার মিটমাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এ জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তিনজনের একটি মধ্যস্থতাকারী কমিটিও ঘোষণা করা হয়েছে। এই ইস্যুতে বিজেপি সব সময় রাম মন্দিরের পক্ষে কথা বলে। অন্যদিকে কংগ্রেস কৌশলী অবস্থানে থাকে। কিছুদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে প্রসঙ্গটি এড়িয়ে যান।
সোমবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি। নয়াদিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে ইশতেহার প্রকাশ অনুষ্ঠান হয়। নাম দেওয়া হয়েছে ‘সংকল্প পত্র’। দলের স্লোগান ‘ফির এক বার, মোদি সরকার।’
ইশতেহারে রাম মন্দির রাখার বিষয়ে দলটির একজন শীর্ষ নেতা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘ধর্মকে আমরা ইশতেহারে জায়গা দেইনি। রাম মন্দির প্রসঙ্গটি রাখা হয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের ভেতর। এ ধরনের ঐতিহ্য দেশের জন্য গুরুত্বপূর্ণ। আগের ইশতেহারেও বিষয়টি ছিল। এবারও আমাদের অবস্থান পাল্টায়নি।’