চীনা ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুয়াওয়েকে বিপাকে ফেলে দিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগল জানিয়েছে, তাদের নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে হুয়াওয়ে ফোন ব্যবহারকারীরা ইউটিউবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপের আপডেট পাবেন না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে ‘বিপজ্জনক’ তালিকাভুক্ত করার কয়েক দিন বাদে এই সিদ্ধান্ত নিল গুগল। আমেরিকার অভিযোগ, চীনের এই প্রতিষ্ঠানটি তাদের রাষ্ট্রীয় তথ্য চুরির সঙ্গে জড়িত।
বিবিসি জানিয়েছে, হুয়াওয়ের বর্তমান গ্রাহকেরা গুগল অ্যাপের আপডেট ভার্সন পাবেন। গুগল প্লে সার্ভিসও থাকবে।
কিন্তু চলতি বছরের শেষ দিকে অ্যান্ড্রয়েডের পরবর্তী যে ভার্সন বাজারে আনবে গুগল সেখানে হুয়াওয়ের জন্য তাদের অ্যাপগুলোর আপডেট বন্ধ থাকবে।
যার কারণে হুয়াওয়ের ভবিষ্যৎ ডিভাইসে ইউটিউবের পাশাপাশি গুগল ম্যাপও কাজ করবে না বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের ঘোষণার পর হুয়াওয়ে জানিয়েছিল, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ বরাবরের মতো অস্বীকার করে প্রতিষ্ঠানটি।