Breaking News

আজ শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি

ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভের পর আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।

দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠেয় মোদির এ শপথগ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য উপস্থিত থাকবেন প্রায় আট হাজার আমন্ত্রিত অতিথি। এর মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে বৃহত্তম আয়োজনে পরিণত হচ্ছে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠান। খবর এনডিটিভি।

বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা ও থাইল্যান্ড রাষ্ট্রপ্রধানরা মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন। এছাড়া শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ট, নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি, ভুটানি প্রধানমন্ত্রী লোতে শেরিং, কিরগিজ রিপাবলিকের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার যুগনাথ, থাইল্যান্ড সরকারের বিশেষ দূত গ্রিসাদা বুনরাচ প্রমুখের এ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।

এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দলপ্রধান, বিরোধীদলীয় সদস্য, কূটনীতিক, রাষ্ট্রদূত ও সেলিব্রিটি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া শতাধিক ভারতীয় অভিবাসীও (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান বা এনআরআই) এ অনুষ্ঠান প্রত্যক্ষ করার জন্য দিল্লিতে উপস্থিত হবেন বলে জানা গেছে।

কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতের স্থানীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। অন্যদিকে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *