সামাজিক যোগাযোগমাধ্যমে আধিপত্য বিস্তারের পর টেক জায়ান্ট ফেসবুক এবার হাত বাড়িয়েছে আর্থিক ব্যবস্থাপনার ওপর। ডিজিটাল কারেন্সি বিটকয়েনের অনুকরণে ফেসবুক বাজারে আনতে যাচ্ছে নিজস্ব মুদ্রা ‘লিব্রা’। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই অনলাইন মুদ্রা ব্যবস্থাপনা চালু করবে ফেসবুক।
মঙ্গলবার (১৮ জুন) লিব্রা বিষয়ে কোম্পানিটি বিস্তারিত ধারণা দেয় বলে খবর প্রকাশ করেছে ফ্রান্স২৪ । মূলত ই-কমার্স ও এড প্ল্যাটফর্মকে মাথায় রেখে ফেসবুক ডিজিটাল মুদ্রা লিব্রা চালু করতে চায়।
ফেসবুকের লিব্রা প্রজেক্টে সহযোগিতা করবে ২৪টিরও বেশি কোম্পানি। এসবের মধ্যে রয়েছে পেপাল, উবার, স্পোটফি, ভিসা ও মাস্টারকার্ড। ফেসবুকের ধারণা ১ বিলিয়ন ডলারের বেশি ফান্ড জোগাড় করতে পারবে তারা।
ফেসবুক আরও জানায়, লিব্রা’র নিয়ন্ত্রণ ফেসবুকের হাতে একা থাকবে না। ফেসবুক ও লিব্রার সহযোগী কোম্পানিগুলো একটি অলাভজনক ‘লিব্রা অ্যাসোসিয়েশন’ গঠন করতে চান। যেটির সদর দফতর হবে জেনেভায়। সুইস ফিন্যান্সিয়াল কর্তৃপক্ষের তদারকিতে এই অ্যাসোসিয়েশন লিব্রা’র ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করবে।