ঢাকায় ভোগ্যপণ্যের বাজারে ডাল ও ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও প্রতিদিন বাড়ছে চিনির দাম। এছাড়া শাক-সবজি, মসলা, পেঁয়াজ-রসুন, চালসহ অন্যান্য পণ্য আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। শুক্রবার ঢাকার বাড্ডা, মহাখালী ও কারওয়ান বাজারের কয়েকজন মুদি দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, পাইকারি দাম বাড়ায় খুচরায় চিনি কোনোভাবেই ৭০/৭২ টাকার নিচে বিক্রি করা যাচ্ছে না।
অবশ্য পাইকাররা বলছেন, গত দুই সপ্তাহে যান্ত্রিক ক্রুটির কারণে কয়েকটি মিল বন্ধ ছিল। এখন চালু হলেও সরবরাহ খুব কম। চিনিবাহী ট্রাক দিনের পর দিন মিল গেইটে অপেক্ষায় থাকার কারণে ক্রয়মূল্য বেড়ে গেছে। ঢাকার মৌলভীবাজারে চিনির খুচরা বিক্রেতা আবুল হাশেম জানান, তারা ৫০ কেজি বস্তার চিনি ৩৩শ টাকায় পাইকারি বিক্রি করছেন। সে হিসাবে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৬৬ টাকা।
সরকারের বিভিন্ন রকম করারোপ, সরবরাহের ঘাটতিসহ বিভিন্ন কারণে এই নিত্যপণ্যটির দাম বেড়ে গেছে বলে দাবি করেন এই ব্যবসায়ী।