জাপানের সঙ্গে বিরোধের জেরে দেশটির সঙ্গে একটি সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি বাতিল করেছে দক্ষিণ কোরিয়া। এরই মধ্যে পাল্টাপাল্টি বিরোধ দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে। খবর বিবিসি।
জাপান দক্ষিণ কোরিয়ার বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্য অংশীদারের মর্যাদা বাতিল ও গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস খাতের ওপর রফতানি নিয়ন্ত্রণ আরোপের পর চুক্তিটি বাতিল করল সিউল।
এশিয়ার দুই শক্তিধর দেশের উত্তেজনার কেন্দ্রবিন্দু শত বছরের পুরনো ইতিহাস। গত শতাব্দীতে কোরীয় উপদ্বীপ জাপানের দখলে থাকার সময় দক্ষিণ কোরীয়দের বাধ্যতামূলক শ্রমে যুক্ত করার অভিযোগ রয়েছে। সিউল এ নৃশংস আচরণের ক্ষতিপূরণ দাবি করেছে। অন্যদিকে বিষয়টির সুরাহা হয়ে গেছে বলে মনে করছে জাপান।
গতকাল সিউল জানিয়েছে, টোকিওর বাণিজ্য মর্যাদা বাতিলের সর্বশেষ পদক্ষেপ দুই দেশের নিরাপত্তা সহযোগিতায় বড় পরিবর্তন ঘটিয়েছে, যে কারণে সামরিক গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল বিবেচনা বলে উল্লেখ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো।