বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
রবিবার সকাল সাড়ে ১০টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামে রাখা হয় তার মরদেহ।
বাংলাদেশকে ভেতর থেকে বদলে দেওয়া এই ব্যক্তিত্বের কফিনে ফুল দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে অনুষ্ঠিত হবে জানাজা। জানাজা শেষে স্যার ফজলে হাসান আবেদকে বনানী কবরস্থানে তার প্রথম স্ত্রী আয়েশা আবেদের পাশে সমাহিত করা হবে।
স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। তার গড়া বাংলাদেশের ব্র্যাক আজ সারা বিশ্বে পরিচিত ও পৃথিবীর সবচেয়ে বড় এনজিও।
ফজলে হাসান আবেদ সমাজকর্মের জন্য স্যার উপাধি পাওয়া ছাড়াও অনেক পুরস্কার পেয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত করেছেন।