আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের একাধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে রাশিয়া, চীন ও ইরান। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে মতভেদ তীব্র হওয়ায় রাশিয়া, চীন এবং ইরান প্রকাশ্যে আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। শিনহুয়া।
শুক্রবার (১৭ জুলাই) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।
ফোনালাপে চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন সরকার কথিত “আমেরিকান ফার্স্ট” নীতি অনুসরণ করছে এবং একগুয়েঁমি, একাধিপত্যবাদ ও বলদর্পী নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, ওয়াশিংটন নতুন করে পুরনো স্নায়ুযুদ্ধ চালু করেছে। এ অবস্থায় চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু উন্নত করাই উচিত নয় বরং বিশ্বের অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে মার্কিন ধ্বংসাত্মক নীতি প্রতাখ্যান করার পদক্ষেপ নিতে হবে।
ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রীও বেইজিং ও মস্কোর মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দেন এবং মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলার পক্ষে অবস্থান ঘোষণা করেন।
এর একদিন আগে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে মার্কিন একাধিপত্যবাদ ভেঙে দেয়ার জন্য কার্যকর পদক্ষেপ নিতে মস্কোর প্রতি আহ্বান জানান।