ভারতে করোনা সংক্রমণের রেকর্ড একের পর এক ভাঙছে। দেশটিতে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৬৩২ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্ত ৪১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় শীর্ষ আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে টপকানোর পথে ভারত। খবর: এনডিটিভি।
গতকাল রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে ভারতে। এ নিয়ে মোট আক্রান্ত ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জন, যেক্ষেত্রে ব্রাজিলে শনাক্ত হয়েছে ৪১ লাখ ২৩ হাজার।
গত ২৪ ঘণ্টায় সর্বাধিক করোনা শনাক্ত রাজ্যগুলোর তালিকায় শীর্ষ পাঁচটি রাজ্য হলো যথাক্রমে মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ, কর্ণাটক, তামিলনাডু ও উত্তর প্রদেশ। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে যতজন সক্রিয় কভিড-১৯ রোগী রয়েছেন, তার ৬২ শতাংশই এ পাঁচ রাজ্যে।
এখনও দৈনিক করোনা শনাক্তের চার ভাগের এক ভাগ হচ্ছে মহরাষ্ট্রে। গত শনিবার নতুন করে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ হাজার ৪৮৯ রোগী শনাক্ত হয়েছে সেখানে। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত হয়েছে আট লাখ ৮৩ হাজার ৮৬২ জন। টানা চার দিন ধরে মহারাষ্ট্রে দৈনিক নতুন করে করোনার সংক্রমণের রেকর্ড হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে গতকাল শনিবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়ায়। দেশটিতে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে আশঙ্কাজনক হারে। কভিড-১৯ রোগীর সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ ছাড়াতে সময় লেগেছে মাত্র ১৩ দিন, যা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের চেয়েও দ্রুততর সময়ে হয়েছে।