Breaking News

আল-জাজিরার অফিসে মালয়েশিয়ান পুলিশের তল্লাশি

অভিবাসীদের দুর্দশার কথা তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রচারের ঘটনায় মঙ্গলবার কুয়ালালামপুরে আল-জাজিরার অফিসে তল্লাশি চালিয়ে কম্পিউটার নিয়ে গেছে মালয়েশিয়ান পুলিশ। আল-জাজিরার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’’ শিরোনামের ওই প্রামাণ্যচিত্রে কথা বলে বিপদে পড়েছেন বাংলাদেশের রায়হান কবির নামের এক যুবক। তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন।

আল-জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ তাদের অফিসে হানা দিয়ে দুটি কম্পিউটার নিয়ে গেছে।

বাংলাদেশের রায়হান কবিরকে গ্রেপ্তারের পাশাপাশি আল-জাজিরার সাত সাংবাদিককে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *