Breaking News

হামলাকারীর বন্দুক নষ্ট , বেঁচে গেলেন বহু ইহুদি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক সিনাগগে ইহুদিদের ধর্মীয় উৎসবে হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে একজন। আহত হয়েছেন আরও তিনজন। হামলাকারীর বন্দুক নষ্ট যাওয়ায় বেঁচে গেলেন অনেক ইহুদি।

গার্ডিয়ান জানায়, শনিবার ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে এ ঘটনা ঘটে। ধর্মীয় উৎসব পাসওভারে অংশগ্রহণ করতে সিনাগগে উপস্থিত ছিলেন শতাধিক ইহুদি ধর্মাবলম্বী। সেখানে প্রবেশ করে আচমকা হামলা চালায় বন্দুকধারী।

সান দিয়াগো কাউন্টি শেরিফ উইলিয়াম গোর জানান, হামলাকারী ১৯ বছরের তরুণ জন আর্নেস্টকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, “টানা গুলিবর্ষণের একপর্যায়ে তার রাইফেলে কোনো ধরনের ঝামেলা দেখা দেয়। বন্দুক ঠিকমতো কাজ না করায় সিনাগগের ভেতরে অনেকেই বেঁচে যান। নয়তো হতাহত আরও বাড়ার আশঙ্কা ছিল।”

শেরিফ আরও বলেন, “সিনাগগের ভেতরে ছিলেন ছুটিতে থাকা সীমান্ত বাহিনীর একজন কর্মকর্তা। তিনি আর্নেস্টের দিকে গুলি করেন, যদিও সেটি ব্যর্থ হয়। সে পালিয়ে যেতে সক্ষম হলেও ওই গুলি তার গাড়িতে আঘাত হানে।”

এদিকে হতাহতদের পরিচয় প্রকাশ করেনি স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে এক বৃদ্ধ নারী মারা যান। আহত দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং আরেকজন কিশোরী।

ঠিক ছয় মাস আগে পিটসবার্গ সিনাগগে পাসওভার প্রার্থনায় হামলা ১১ জন নিহত হওয়ার ঘটনা ঘটে।

এদিকে এ হামলার কোনো কারণ উদ্‌ঘাটন করতে পারেনি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘ইশতেহার’ প্রকাশ করে আর্নেস্ট। তদন্ত কর্মকর্তারা তা অনুসন্ধান করে দেখছেন।

গত মাসের পার্শ্ববর্তী শহরে এক মসজিদে বন্দুক হামলার ঘটনায় তার সম্পৃক্ততা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে এফবিআইকেও যুক্ত করা হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানান।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *