সংবাদ মাধ্যমের উপর কড়াকড়ি আরোপ করার প্রতিবাদে প্রথম পাতায় কোনো সংবাদ ছাপেনি অস্ট্রেলিয়ার বড় বড় পত্রিকা। সোমবার পত্রিকাগুলোর প্রথম পাতা ছিল কালো কালির লাইনে ভরা।
এই প্রতিবাদ মূলত দেশটির ন্যাশনাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে। সেখানকার সাংবাদিকেরা বলছেন, এই আইন অস্ট্রেলিয়ায় ‘গোপনীয়তার সংস্কৃতি’ চালু করবে।
সরকার বলছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা তারা সমর্থন করেন কিন্তু ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়’।
গত জুনে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। একই সঙ্গে নিউজ ক্রপ অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের বাড়ি ঘেরাও করা হয়।
পত্রিকার সম্পাদকদের এমন প্রতিবাদের প্রতি সমর্থন জানিয়েছে দেশটির অধিকাংশ টিভি, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টাল।
এবিসির ম্যানেজিং ডিরেক্টর ডেভিড অ্যান্ডারসন বলছেন, ‘বিশ্বের সবচেয়ে গোপন গণতন্ত্রের দেশ হওয়ার ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়া।’