Breaking News

মসজিদে বিস্ফোরণের কারণ বের করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদের বিস্ফোরণ দুঃখজনক ঘটনা। ইতিমধ্যে তদন্ত কমিটি করা হয়েছে। বিস্ফোরক বিশেষজ্ঞরা সেখানে গেছেন। নমুনা সংগ্রহ করেছেন। ঘটনাটি কেন, কীভাবে ঘটলো সে বিষয়ে তদন্ত হচ্ছে। দ্রুত এর কারণ বের হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে মসজিদে নামাজ পড়া অবস্থায় এ ধরনের একটা বিস্ফোরণ ঘটলো। ওইটুকু একটা জায়গায় ছয়টা এসি লাগানো। আবার গ্যাসের লাইনের ওপর নাকি এই মসজিদটি নির্মাণ। সাধারণত যেখানেই গ্যাসের লাইন থাকে সেখানে কোনো নির্মাণ কাজ হয় না। আমি জানি না, রাজউক কি এটার অনুমতি দিয়েছে কি না? অনুমতি তো দিতে পারে না, দেওয়া উচিত না।’

শেখ হাসিনা বলেন, ‘মসজিদে সবাই দান করে। আজকাল তো সবার পয়সা আছে, এয়ারকন্ডিশন দিয়েছে। সেখানে এই যে বিদ্যুৎ সরবরাহটা, বিদ্যুৎ কতটা নিতে পারবে সেটার ক্যাপাসিটি ছিল কি না, সার্কিট ব্রেকার ছিল কি না এ বিষয়গুলো কিন্তু দেখতে হবে। অপরিকল্পিতভাবে কিছু করতে গেলে একটা দুর্ঘটনা অবশ্যই ঘটতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ ও গ্যাস সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছি, কারণটা খুঁজে বের করার। সারা দেশে মসজিদগুলোতে যারা অপরিকল্পিতভাবে, ইচ্ছামতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করার মতো জায়গা কি না, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেখানে নকশাগুলো করা হয়েছে কি না, সেই বিষয়গুলো কিন্তু দেখা প্রয়োজন। না হলে এ ধরনের দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে।’

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ হয়। মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন।

About admin

Check Also

১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করবেন জাপানি নভোচারী ফুরুকাওয়া

জাপানের নভোচারী ফুরুকাওয়া সাতোশির দ্রুত হলে ১৫ই আগষ্ট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দ্বিতীয় ভ্রমণ নির্ধারণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *