বিশ্বকাপে উড়ন্ত শুরু বাংলাদেশের । দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে গড়ল একাধিক রেকর্ড। এবারের আসরে সর্বোচ্চ সংগ্রহ তো হলোই। একই সঙ্গে বিশ্বকাপ ও ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের পুঁজি পেল টাইগাররা।
রোববার ওভারে টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের লক্ষ্য দিয়েছে টাইগাররা। নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৩০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ রান ছিল ৩২২। ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পরে ব্যাট করে করেছিল সেটি। আগে ব্যাট করে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৭ উইকেটে ২৮৮। গেল বিশ্বকাপেই নিউজিল্যান্ডের বিপক্ষে নেই পুঁজি পেয়েছিল টাইগাররা। আর ওয়ানডেতে বাংলাদেশের আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৯। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ঢাকায় সেই পুঁজি গড়ে বাংলাদেশ।