Breaking News

টোকিওর আরাকওয়া রেস্তোরাঁটি পুড়ে গেছে

জাপানের টোকিওতে নদীর উপর নির্মিত নৌকা রেস্তোরাঁটি বুধবার সন্ধ্যায় পুড়ে গেছে।  খবর : এনএইচকে ওয়ার্ল্ড জাপান।
বুধবার সন্ধ্যা ৫টার দিকে  রেস্তোরাঁটিতে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলে এ সময় কর্মরত কর্মীরা প্রথমে আলোর ঝলকানি দেখতে পায় , এর কিছু সময় পরেই নৌকাটিতে তীব্র আগুন লেগে যেতে দেখেন।
রেস্তোরাঁটিতে চার জন কর্মী ছিলেন , যারা প্রত্যেকেই নৌকাটি থেকে বের হয়ে যেতে সক্ষম হন , তবে একজন আহত হন। আহত কর্মী হাসপালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
 এছাড়া হতাহতের কোনো খবর মেলেনি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে নৌকাটি সম্পূর্ণই পুড়ে গেছে  ।

About admin

Check Also

Gratis hardcoreporn filmer smoking – watch free porn online mature milf

Sex Asiatiske kjrlighet dating site asiatiske dating nettsteder toronto Her beskrives alt webcam sex live …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *