গত ১৫ নভেম্বর, ২০২০ তারিখে বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায়, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম এর সদ্য সাবেক কমিটির মেয়াদ নিয়মতান্ত্রিকভাবে পূর্ণ হওয়ায়, সভায় উপস্থিত সম্মানিত সক্রিয় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে তিন মাস মেয়াদী একটি আহ্বায়ক কমিটি (সর্বসম্মতিক্রমে) গঠন করা হয়। সংগঠনের প্রস্তাবিত গঠনতন্ত্র অনুমোদন, পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং সংগঠনের সাফল্যের ধারাবাহিকতা রক্ষাপূর্বক সাংগঠনিক কাঠামো ও কর্মকান্ড অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে- পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মতামতের উপর ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এ আহ্বায়ক কমিটি। সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের পক্ষ থেকে সদ্য সাবেক কার্যকরী কমিটিকে তাদের উপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা, দক্ষতা ও সফলতার সাথে যথাযথভাবে পালনের জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। অনুমোদিত আহ্বায়ক কমিটি নিম্নরূপ: ১। আবদুর রহমান, প্রাবন্ধিক ৩। মুকুল মোস্তাফিজ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৩। নাজিম উদ্দীন, কবি ও সাংস্কৃতিকজন ৪। রওনক জাহান, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ৫। তাজবীর আহমেদ সাজিদ, লেখক ও চিত্রগ্রাহক। সভার শেষে, করোনাকালীন মহামারীর এই বিরূপ পরিস্থিতিতে জাপান প্রবাসী সকল বাংলাদেশীর মনস্ত্বাত্বিক ও শারীরিক সুস্থতা প্রত্যাশা করা হয়। ধন্যবাদ। সংযুক্তিঃ সম্মতিপ্রদানকারী সাধারণ সদস্যবৃন্দঃ ১। আব্দুর রহমান। ২। অজিত কুমার বড়ুয়া। ৩।জুয়েল আহসান কামরুল। ৪। চৌধুরী হোসাইন মুনির ৫। মুকুল মোস্তাফিজ ৬। কমল বড়ুয়া ৭।এস কে হারুন ৮।নাজিম উদ্দিন ৯।শাহরিয়ার মোঃ সামস ১০।রওনক জাহান ১১।নাসিরুল হাকিম ১২।সালমা আক্তার লাকী ১৩।কামরুল হাসান লিপু ১৪।তাজবীর আহমেদ ১৫।মিজানুর রহমান ১৬।মমতাজ জাহান
ছবি এবং তথ্যঃ নাজিম উদ্দীন