বিদেশি পর্যটকদের জন্য এক্সক্লুসিভ জোনে ক্যাসিনোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব মো. মহিবুল হক।
তিনি বলেছেন, ‘বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও কক্সবাজারে এক্সক্লুসিভ টুরিস্ট জোন হবে। সেখানে ক্যাসিনোর ব্যবস্থা থাকবে। অন্যান্য দেশে পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে যেতে হয়। আমাদের দেশেও ক্যাসিনোতে পাসপোর্ট দিয়ে ঢুকতে হবে। বিদেশিদের জন্যই এটা হবে। তবে ঢাকায় অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে চলমান অভিযানের সঙ্গে আমরা একমত।’
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সচিব বলেন, ‘টুরিজমের ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারিনি। তবে আমরা সেটি করতে চাই। আমরা মাস্টারপ্ল্যান চূড়ান্ত করে ফেলেছি। এ মাসে ওয়াক অর্ডার দিয়ে দেব। আমরাদের দেশে কতজন বিদেশি পর্যটক আসছে, সেটি আমরা দেখছি। তবে হিসাব মতে গত এক বছরে দেড় থেকে দুই লাখের বেশি বিদেশি ভ্রমণে এসেছে।’