মুসলিমদের জন্য হালাল নাইটক্লাব খুলতে যাচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের কঠোর শরিয়ার দেশটিতে গত কয়েক বছর ধরে নানা পরিবর্তনের অংশ হিসেবে এই নাইটক্লাব খোলা হচ্ছে।
দ্য নিউ আরব জানায়, দুবাই এবং বৈরুতের নাইটক্লাব ব্রান্ড হোয়াইট এই সপ্তাহে সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দাতে নতুন একটি ব্রাঞ্চ খুলতে যাচ্ছে। এতে থাকবে বিলাসবহুল ক্যাফে এবং লাউঞ্জ।
নাইটক্লাবের সব ধরনের সুবিধাই পাওয়া যাবে এতে। বিশ্বের খ্যাতনামা মিউজিক গ্রুপের পরিবেশনার সুযোগ করে দেবে এই নাইট ক্লাব।
ইলেকট্রনিক ড্যান্স মিউজিক, কমার্শিয়াল মিউজিক, আরএনবি এবং হিপহপ মিউজিক উপভোগ করা যাবে এখানে। তবে অ্যালকোহল ছাড়াই ককটেল পান করার সুবিধা রয়েছে দর্শনার্থীদের।
নাইটক্লাবটির জেদ্দা শাখার প্রধান নির্বাহী টনি হাবরে বলেন, নাইটক্লাবের জন্য সৌদি মার্কেট অনেক বড়। কারণ স্থানীয় মানুষেরা অনেক বেশি বাইরে সময় কাটাতে পছন্দ করে।
তবে নাইটক্লাব অনুমোদনে দেশটির নাগরিকেরা সামাজিক গণমাধ্যমে সমালোচনা করছেন। অনেকেই এর পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন। হ্যাশট্যাগ দিয়ে এই নাইটক্লাব পরিহারেরও প্রচারণা চালাচ্ছেন অনেকে।