জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসে অন্তত ৪০ জন আমেরিকান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের জাপানে চিকিৎসাধীন রেখে বাকিদের দেশে ফিরিয়ে আনতে দু’টি উড়োজাহাজ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিবিসি
উড়োজাহাজ দু’টি আজ সোমবার সকালের দিকে টোকিওর হেনেদা বিমানবন্দরে অবতরণ করেছে। ডায়মন্ড প্রিন্সেসে ৪০০ জন যুক্তরাষ্ট্রের নাগরিককে উদ্ধার করে দেশে ফেরানো হবে। পরে তাদের ১৪ দিন আলাদাভাবে রাখা হবে।
করোনাভাইরাস আতঙ্কে অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রের সাময়িকভাবে পর্যটনে নিষেধাজ্ঞা জারি করেছে। যারা চীনে গিয়েছিলেন সেখান থেকে এই সময়ে দেশে ঢুকতে দেবে না যুক্তরাষ্ট্র।
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে। বিশ্বের প্রায় ৩০ টি দেশে আক্রান্ত হয়েছেন সাড়ে ৭০ হাজারেরও বেশি মানুষ।